বড় পর্দায় এবার সৌরভকে নিয়ে আসছে বায়োপিক | সৌরভের ভূমিকায় বড় পর্দায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে । অনুরাগীদের জল্পনায় ঋত্বিক, রণবীর নাম উঠে এলেও এই চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকেই |
চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে, এমনটাই জানা যাচ্ছে | দাদার ক্রিকেট ক্যারিয়ারের সমস্ত খুঁটিনাটি ঘটনাকে তুলে ধরে তৈরি হবে এই চিত্রনাট্য । সূত্রের খবর, প্রায় ১৫০ কোটি টাকার বাজেট | সেই বাজেট পরে বাড়তেও পারে।
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান