
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস এবার বড় পর্দায় আনতে চলেছে পরিচালক শুভ্রজিৎ মিত্র | সমাজ মাধ্যমের পাতায় এই সুখবর ভাগ করে নিলেন পর্দার প্রফুল্ল অর্থাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ভবানী পাঠক অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | চলতি বছরই শুরু হচ্ছে শুটিং | ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে দেবী চৌধুরানী মশান পোস্টার |
শনিবার instagram একাধিক ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী । প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবি শেয়ার করে লিখেন, “দেবী চৌধুরানী পোস্টার উন্মোচিত হবে আন্তর্জাতিক মঞ্চে ২০২৩ সালের গান ফিল্ম ফেস্টিভাল এ” |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’