July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বড়সড়ো বিপদ থেকে অল্পের জন্য রক্ষা

বড়সড়ো বিপদ থেকে অল্পের জন্য রক্ষা | আজ শিয়ালদহ স্টেশনের বাইরে পার্কিং লটে হঠাৎই আগুন জ্বলে উঠে | এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দুটি বাইক । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে | তা থেকে সৃষ্টি হয় আতঙ্ক।

তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে | অগ্নিকান্ডের ফলে পথ চলতি মানুষের সেভাবে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে | অগ্নিকাণ্ডের সময় শিয়ালদা স্টেশনের বাইরে অনেক ভিড় ছিল | নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনে আসা ব্যক্তিরা বেরিয়ে অন্য যানবাহন ধরেন | আর শিয়ালদহ ঠিক বাইরেই পার্কিং লট | ফলে এই জায়গায় অগ্নিকাণ্ডের জেরে বড়োসড়ক বিপদ ঘটতে পারতো | তবে দমকল কর্মীদের তৎপরতা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে |