কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা চার জেলায়। আগামী এক থেকে দু-ঘন্টায় নিবিড় বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা বজ্রপাতের। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের। নিম্নচাপের জেরে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায়।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দু-একটি জায়গায়। এর ফলে সমুদ্রেও সতর্কতা জারি করা হয়েছে | ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হল বাংলা জুড়ে। রবি ও সোমবারের জন্য দক্ষিণবঙ্গে জারি হল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী চার দিন এমনটাই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পরিস্থিতি।
More Stories
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
ফের নিম্নচাপ বঙ্গে
ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান