
শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দুদিন পর রবিবার থেকে তাপমাত্রা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা এই দুই জেলাতে। উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
গত সপ্তাহে তীব্র গরমের পর চলতি সপ্তাহের শুরুতেই মিলল স্বস্তি | আজ দুপুর থেকেই ঝড়ো হাওয়া বয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় | পাশাপাশি বিকেল হতে বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা । যার ফলে তীব্র গরম থেকে কিছুটা হলেও মুক্তি মিলল বঙ্গবাসীর |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 36.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা