
আজ অর্থাৎ রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে | তবে বৃষ্টির জেরে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা | গত কয়েক দিনের তীব্র তাপদাহ কাটিয়ে বর্ষার প্রবেশ ঘটতেই খুশি বঙ্গবাসী | উত্তর বঙ্গে বর্ষা সময়ের আগে এলেও দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে বেশ কিছুদিন দেরি হয়ে ছিল | বর্ষার প্রবেশ কিছুটা হলেও সেই সমস্যা মেটাতে পারে | আজ মূলত আকাশ মেঘলা থাকবে | বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23.9 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা