July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বছর শেষে বাংলার প্রাপ্তি বন্দে ভারত এক্সপ্রেস

বছর শেষে বাংলার প্রাপ্তি বন্দে ভারত এক্সপ্রেস।
আগামী ৩০শে ডিসেম্বর থেকে দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস হিসেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দুরন্ত গতির ট্রেন হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রা শুরু করবে।

এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। ২৬শে ডিসেম্বর ট্রেনটিকে পরিক্ষামূলক ভাবে চালানো হলো হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে। এদিন সকাল দশটা বেজে ৩২ মিনিট টাকা মালদা টাউন স্টেশনে পৌঁছায় ট্রেনটি। এরপর মালদা টাউন ছেড়ে যায় তার গন্তব্য নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। বেলা একটা বেজে ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও ট্রেনটির নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে পৌঁছায়। রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস এর পরীক্ষামূলক যাত্রা সফল হয়েছে।