বছরে শেষে ফের মাথাচাড়া দিয়ে উঠল করোনা আতঙ্ক | সেই কেরলের পথ ধরে ভারতে কোভিদ আতঙ্ক গত কয়েক মাস ধরে | যেভাবে গভীর সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে তাতে চিন্তার ভাঁজ দেশবাসীর মধ্যেই | ইতিমধ্যে তিরুবন্তপুরম জেলায় ৭৯ বছর বয়সী এক মহিলার দেহে মিলেছে নয়া প্রজাতি JN. 1 | এই অবস্থায় বর্ষবরণের মুখে রাজ্যগুলিকে নোটিশ পাঠিয়ে সতর্কবার্তা দিল কেন্দ্র |
তবে দেশের মধ্যে কেরলে নভেম্বর মাসে করোনা আক্রান্ত হয়েছে ৪৭০ জন | ডিসেম্বরে প্রথম ১০ দিনে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮২৫ এ | গোটা ভারতে নতুন করে ৩৩৫ জন সংক্রমিত হয়েছেন । ফের দেশে এইভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তিত বিশেষজ্ঞরা |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব