July 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বছরের শেষে বোল্ড ছবিতে ধরা দিলেন রাজ-শুভশ্রী

টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ-শুভশ্রী | । মা হওয়ার যে মাত্র ১ মাস, শুভশ্রীকে দেখে বোঝায় জো নেই! চোখে রোদচশমা পরনে কালো টপের সঙ্গে ব্লু চেক শর্ট স্কার্ট। পুরোদস্তুর গ্ল্যামারাস অবতারে ধরা দিলেন নতুন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

বছরের শেষ সপ্তাহান্তে স্বামী রাজ চক্রবর্তীকে বগলদাবা করে যে বোল্ড অবতারে ধরা দিলেন টলিউড নায়িকা, তাতে হইচই নেটপাড়ায়। পয়লা সিরিজে অভিনয় থেকে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা, মেয়ে ইয়ালিনির মা হওয়া, সংসার এবং কাজ দুদিকেই দারুণ ব্যালেন্স করছেন শুভশ্রী। আগামী বছরর প্ল্যানও তৈরি। ফেব্রুয়ারি মাসে রাজ চক্রবর্তীর নতুন সিরিজের শুটিং শুরু করবেন অভিনেত্রী। মুক্তি পাবে জি ফাইভে।