
টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ-শুভশ্রী | । মা হওয়ার যে মাত্র ১ মাস, শুভশ্রীকে দেখে বোঝায় জো নেই! চোখে রোদচশমা পরনে কালো টপের সঙ্গে ব্লু চেক শর্ট স্কার্ট। পুরোদস্তুর গ্ল্যামারাস অবতারে ধরা দিলেন নতুন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
বছরের শেষ সপ্তাহান্তে স্বামী রাজ চক্রবর্তীকে বগলদাবা করে যে বোল্ড অবতারে ধরা দিলেন টলিউড নায়িকা, তাতে হইচই নেটপাড়ায়। পয়লা সিরিজে অভিনয় থেকে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা, মেয়ে ইয়ালিনির মা হওয়া, সংসার এবং কাজ দুদিকেই দারুণ ব্যালেন্স করছেন শুভশ্রী। আগামী বছরর প্ল্যানও তৈরি। ফেব্রুয়ারি মাসে রাজ চক্রবর্তীর নতুন সিরিজের শুটিং শুরু করবেন অভিনেত্রী। মুক্তি পাবে জি ফাইভে।
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’