
বচ্চন পরিবারে ভাঙন | গত কয়েক দিন ধরেই এমন নানা খবর শোনা যাচ্ছে। কিন্তু বচ্চন পরিবার বা অভিষেক-ঐশ্বর্যর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এক সময় তিনিই অভিষেককে কটাক্ষ, সমালোচনা, জল্পনা নিয়ে মুখ খুলতে বারণ করেছিলেন। অভিষেক নাকি নিজে এ কথা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, সমালোচনা কিংবা বিচ্ছেদের গুঞ্জনের মতো বিষয় হাঁসের পিঠের জলের মতো। সহজেই ঝেড়ে ফেলা যায়।
প্রসঙ্গত, শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। কিন্তু বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা গত বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়।
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির