![](https://tvbangla.co.in/wp-content/uploads/2022/02/740787-5f8f1bb2baf5e16d3c3088745554688a-1024x768.jpg)
আজ সকাল থেকেই কুয়াশার দাপট অব্যাহত রাজ্যে | কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও কুয়াশা প্রভাব লক্ষ্য করা গিয়েছে | আজ রাতে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে | তবে কুয়াশার দাপট রাজ্যে আরো দুদিন জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর | বৃষ্টির সম্ভাবনা কমে গেলেও কনকনে ঠান্ডা পড়ার কোনো আশঙ্কা নেই |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 98 শতাংশ | ফেব্রুয়ারির শেষের দিকে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী