
বগটুই কান্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয় | তবে এ বিষয়ে পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সিবিআই | লালন শেখের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি । ইতিমধ্যে লালনের মৃত্যুর তদন্তের ভার নিয়েছে সিআইডি | °
ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা সহ নটি ধারায় মামলার রুজু করেছে রামপুরহাট থানা | তাদের মধ্যে নাম রয়েছে ডিআইজি এবং এসপির | তবে এদিন বিচারপতি তরফে জানিয়ে দেওয়া হয়েছে, লালন শেখ আত্মঘাতী হয়েছেন | পাশাপাশি তাদের অভিযোগ, অন্য মামলার তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে | বুধবার দুপুরে এই মামলার শুনানি হয় ।
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা