বক্স অফিসে ঝড় তুলেছে রনবীর কাপুরের অ্যানিমেল | অন্যদিকে, নিন্দা ও কিছু কম শোনা যাচ্ছে না | এই পরিস্থিতিতে এনিমেল কে ক্লাসিক ছবি সার্টিফিকেট দিলেন দক্ষিণই তারকা আল্লু অর্জুন |
প্রসঙ্গত, ছবির মুক্তির পর থেকে শুরু হয়েছে বিতর্ক | অনেকের মতে যতই সাফল্য পাক ছবিটি মানতে হবে এখানে, টক্সিক পুরুষকে সেলিব্রেট করা হয়েছে | নারীকে ছোট করা হয়েছে |
এ বিষয়ে এক্স হ্যান্ডেলের উচ্ছ্বাস প্রকাশ করে পুষ্পা লেখেন, “এনিমেল জাস্ট মাইন্ড ব্লোইং | ছবিটির নৈপুণ্য ছিটকে দিয়েছে | অভিনন্দন রানবির কাপুর | ভারতীয় সিনেমায় পারফরম্যান্স কে একটা নতুন উচ্চতায় নিয়ে গেলে | খুব অনুপ্রেরণাদায়ক | আপনি যে জাদু তৈরি করলেন তাকে ব্যাখ্যা করার ভাষা আমার নেই” ।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী