
Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)
বকেয়া আদায়ের লক্ষ্যে টানা 5 দিন ধরে চলছে ধরনা কর্মসূচি | রাজভবনের সামনে ধারণা কর্মসূচি প্রত্যাহার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | তিনি জানিয়েছেন, 31 অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময় দেওয়া হচ্ছে । যদি কোন ইতিবাচক ভূমিকা না দেখা যায়, তাহলে আবার আন্দোলন শুরু হবে পয়লা নভেম্বর থেকে । যতদিন না টাকা আসছে ততদিন চলবে এই আন্দোলন |
শেষ পর্যন্ত রাজভবনে এসে অভিষেক সহ তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস | এদিকে রাজভবন থেকে বেরিয়ে ফের ধরনা মঞ্চে যান অভিষেক | তিনি জানিয়েছেন, “আমাদের সঙ্গে রাজ্যপাল ভালো ব্যবহার করেছেন | চায়ের ব্যবস্থা করেছিলেন | আমরা খাইনি কারণ আমরা ফুর্তি করতে যাইনি | যেদিন মানুষ টাকা পাবে সেদিন রাজভবনে গিয়ে মিষ্টি খেয়ে আসব” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়