বউবাজারে মেট্রোর কাজ শুরু হতেই ফের বিপত্তি। চৈতন্য সেন লেনের বেশ কিছু বাড়িতে ফের ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেএমআরসিএল কর্তারা। ইতিমধ্যেই ফাটলগুলি খতিয়ে দেখেছেন তাঁরা। গত বছরের শেষ দিকে আগস্ট মাস থেকেই শুরু হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ, আর মেট্রোর কাজ শুরু হওয়ার পর থেকেই একের পর এক ফাটল দেখা দিতে শুরু করেছিল বউবাজারের বাড়ি গুলিতে। ঘটনায় ঘর ছাড়া হয়েছিল একাধিক পরিবার। সেই পরিস্থিতি সামাল দিয়ে ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আংশিক রুটের সূচনা করা হয়েছে। জানা গিয়েছে, সুড়ঙ্গ খোঁড়ার শুরু হতেই নতুন করে ফাটল দেখা দিয়েছে চৈতন্য সেন লেনের ৪টি বাড়িতে। খসে পড়েছে একাধিক বাড়ির চাঙড়। সূএের খবর, এই ফাটল থেকে বড়সড় কোনও দুর্ঘটনার সম্ভাবনা নেই বলেই দাবি তাঁদের।