
আজ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি বইমেলা প্রাঙ্গন থেকে ঘোষণা করেন সেন্ট্রাল পার্কের নাম পরিবর্তন করে, বইমেলা প্রাঙ্গণ হিসাবে পরিচিত হবে পার্কটি | এদিন বাংলা ও বাংলাদেশ নিয়ে আবেগে ভাসলেন তিনি | মুখ্যমন্ত্রী বলেন, “দুই দেশের কোনো বিভেদ নেই | তারা একে অপরের চিরসাথী | সীমানা দিয়ে দুই বাংলাকে আলাদা করা যায় না” | বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেন তিনি | এরপর 45 ঘণ্টাধ্বনি দিয়ে বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী |
মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হলো কলকাতা 45 তম বইমেলা | এবারের থিম কান্ট্রি বাংলাদেশ | এবারের বই মেলায় মুখ্যমন্ত্রী বই প্রকাশ করার কথা |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়