December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বইমেলাতে সিএএ বিরোধিতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভের মুখে বিজেপি নেতা রাহুল সিনহা

বইমেলার অশান্তির জের গিয়ে পড়ল বিধাননগর উত্তর থানায়। সিএএ ও এনআরসি প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে ধুন্ধুমার ৪৪তম আন্তর্জাতিক কলকাতার বইমেলা চত্বর। পুলিশের সঙ্গে পড়ুয়াদের চললো দফায় দফায় ধস্তাধস্তি। বইমেলা থেকে আটক বিক্ষোভকারীদের ছাড়ার দাবি নিয়ে থানায় তাণ্ডব চালান বিক্ষোভকারীরা। বিজেপি নেতা রাহুল সিনহাকে সামনে পেতেই উত্তেজনা আরও বেড়ে যায়। তাঁকে দেখতে পেয়েই জনবার্তার স্টলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সূএের খবর, থানায় উপস্থিত পুলিশকর্মীকে টেনে হিঁচড়ে চুলের মুঠি ধরে মারধর করা হয় বলে অভিযোগ৷ বইমেলাতে সিএএ বিরোধিতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভের মুখে বিজেপি নেতা রাহুল সিনহা।