
মালদা: ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর। সোমবার বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের অন্যতম ব্যাস্ত রবীন্দ্র এভিনিউ এলাকায়। পরে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ এসে ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেলে হঠাৎই রথবাড়ি ফ্লাইওভার থেকে এক গৃহবধূ ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু স্থানীয় তৎপরতায় ওই গৃহবধূকে উদ্ধার করা সম্ভব হয়। জানা গেছে ওই গৃহবধূর বাড়ি মুর্শিদাবাদে। ইংলিশ বাজারের নঘরিয়ায় বিয়ে হয় ওই গৃহবধূর। প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক অশান্তির জেরে ওই গৃহবধূ ফ্লাইওভার থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এদিন। পরিবারের দাবি মানসিকভাবে হীন ওই গৃহবধূ। এদিকে পরে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ পৌঁছে ওই গৃহবধূকে উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
More Stories
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া
তিনজন সদস্যের মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য