বৃহস্পতিবার ফ্রান্সে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | ১৪ থেকে ১৬ই জুলাই ছবির দেশ, কবিতার দেশে সফল করবেন তিনি | শুক্রবার বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি |
প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে আরো শক্তিশালী হবে ভারতীয় নৌসেনা | অর্থাৎ 6 টি রাফাল এম যুদ্ধ বিমান কেনার বিষয় ইমানুয়েল ম্যাক্রো সঙ্গে চুক্তিবদ্ধ হবে ভারত | এর ফলে নৌবাহিনী বাহিনীর আইএনএস বিভ্রান্তের জন্য যুদ্ধবিমান কেনা এক প্রকার পাকা হয়ে গেল । তবে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে বৈঠকের পর সেই ছাড়পত্র মিলল |

                                        
                                        
                                        
                                        
More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব