ফেসবুকের সাহায্যে আত্মহত্যার আগের মুহূর্তে এক তরুণীকে বাঁচিয়ে নিল পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। সূত্রের খবর, মঙ্গলবার ফেসবুকের মূল কার্যালয় থেকে একটি মেল করে লালবাজারে জানানো হয় এক ফেসবুক ব্যবহারকারী এক তরুণী একটি ভিডিও আপলোড করেছে। যা থেকে মনে হচ্ছে ওই তরুণী যে কোনও মুহূর্তে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন। ফেসবুকের আধিকারিকদের মনে হয়েছে যে, ওই তরুণী যে কোনও মুহূর্তে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন। তথ্যের ভিত্তিতে খোঁজ-খবর করে অসমের গুয়াহাটির বাসিন্দা ওই তরুণীকে চিহ্নিত করে লালবাজারের আধিকারিকরা। এরপরই গুয়াহাটি পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালবাজারের অধিকর্তারা। শুরু হয় খোঁজ। মাত্র ১ ঘণ্টার মধ্যেই ফেসবুকের তরফে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই তরুণীকে খুঁজে বের করেন গুয়াহাটি পুলিশ। মৃত্যুর মুখ থেকে তরুণীকে উদ্ধার করে তৎক্ষণাত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যক্তিগত বেশ কিছু কারনের জেরে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন। সমস্যা থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।