
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার 14 দিনের জেল হেফাজতে পাঠানো হলো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে | এদিন আলিপুর আদালতে তরফে এমনটাই রায় জানানো হয়েছে |
জামিনের জন্য হাজার অনুরোধ করা সত্ত্বেও কোন লাভ হলো না | আগামী ৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি | প্রসঙ্গত এদিন আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তার জামিনের জন্য সওয়াল করেন | কিন্তু তাতে কোন লাভ হল না | এদিনের রায় অনুযায়ী ১৪ দিনের ফের জেল হেফাজতে পাঠানো হলো প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়