ফের হাতির হামলায় মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার ভোর রাতে বেলিয়াতোড় রেঞ্জের অন্তর্গত লিগা মোচড় গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম বাহাদুর বাউরি (৫০)। সূত্রের খবর, এদিন উন্মত্ত তিনটি হাতি হানা দেয় ওই গ্রামেরই আলু খেতে। হাতির হাত থেকে আলুর খেত বাঁচাতে ছুটে যান বাহাদুর বাউরি-সহ শতাধিক গ্রামবাসী। রাতের অন্ধকারে গ্রাম থেকে ওই তিনটি হাতিকে তারা পাশের গ্রাম পুরুষোত্তমপুর পৌঁছে দেবার পর পিছু পিছু ফের ফের ওই তিনটি উন্মত্ত হাতি আক্রমণ চালায় তাঁদের উপর। আচমকাই হাতি দেখে অন্যরা দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেলেও, বাহাদুরবাবুকে শুঁড়ে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে আছড়ে মারে উন্মত্ত একটি হাতি। জানা গেছে, বুধবার সকালে হাতি গুলি গভীর জঙ্গলে গা ঢাকা দেবার পর মৃতদেহ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা।