গোটা দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়বে। ৮ তারিখ বিকেলের পর থেকে পরবর্তী ৭২ ঘন্টা পারদ কিছুটা নামবে। তবে জাঁকিয়ে শীতের আর কোনও স্পেল আসছে না বাংলায়। বড়জোর শীতের হালকা আমেজ ফিরতে পারে ভোরে ও রাতের দিকে। তারপর সরস্বতী পুজো অর্থাৎ পয়লা ফাল্গুন থেকে ধাপে ধাপে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নেবে। দক্ষিণবঙ্গে কিছু জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে উল্লেখযোগ্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া কলকাতার কিছু অংশে সামান্য বৃষ্টি হতে পারে।
ফের আবহাওয়ায় বদল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষে রাজ্যজুড়ে অনুভূত হচ্ছে শীতের শিরশিরানী। সকালে পথঘাট ঢেকেছে কুয়াশা। আগামী দুদিন শীতের আমেজ থাকবে বঙ্গে। তার পর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। আপাতত তিনদিন সামান্য করে কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১০ তারিখ থেকে ফের বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে কার্যত শীত হবে উধাও। জানা গিয়েছে, উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই জলীয়বাষ্প বেশি বাতাসে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ