গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। তার সাথে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। সূত্রের খবর এদিন বেলেঘাটা আইডি থেকে ছাড়া পেতে পারে রাজ্যে প্রথম তিন করোনা আক্রান্ত ব্যক্তি৷ অন্যদিকে রবিবার জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাওড়ার এক মাঝবয়সী মহিলা৷সোমবার দুপুরে ওই মহিলার মৃত্যু হয় হাওড়া জেলা হাসপাতালে৷ সোমবার সকালে নতুন করে পরীক্ষা করার জন্য ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়৷এরপর রাতে রিপোর্ট আসে, রিপোর্টে ধরা পড়ে করোনা পজিটিভ৷জানা গিয়েছে ওই মহিলার চিকিৎসক-নার্সকে হোম কোয়েরেন্টাইনে পাঠানো হয়েছে৷ ইতিমধ্যে এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 26৷ মৃত্যু হয়েছে তিনজনের৷রাজ্যে করোনা আক্রান্তে প্রথম মৃত্যু হয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে দমদমের এক প্রৌঢ়ের৷এরপর মৃত্যু হয় কালিম্পং এর এক মহিলার৷ তারপরই হাওড়ার এই মহিলার মৃত্যু হয়৷
পাশাপাশি রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরো তিন ব্যক্তি ভর্তি রয়েছেন হাসপাতালে,তাদের মধ্যে একজন 51 বছর বয়সী ব্যক্তি তিনি সল্টলেক হাসপাতালে ভর্তি রয়েছেন৷ এবং বাকি দুজন ঢাকুরিয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তারা কিভাবে করোনা আক্রান্ত হয় তা জানতে খতিয়ে দেখা হচ্ছে৷