ফের মেট্রো লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা | ব্যস্ত সময় ভোগান্তির শিকার যাত্রীদের | সকাল দশটা নাগাদ দক্ষিণেশ্বর থেকে ডাউন লাইন কবি সুভাষগামী মেট্রো কালীঘাট স্টেশনে ঢোকার মুখে এই ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সুজিত সাউ | গোপাল মিস্ত্রি লেনের বাসিন্দা | এদিন সকাল ১০ টা নাগাদ মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি | এরপরই ব্যাহত হয় মেট্রো চলাচল | বেশ কিছুক্ষণ পর ১১:১৮ মিনিট নাগাদ ওই ব্যক্তিকে লাইন থেকে তোলার পর ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফেরে মেট্রো পরিষেবা |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির