কয়েকদিন আগেই চলতে শুরু করেছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো। সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্ধন্ত চালু হয়েছে এই মেট্রো পরিষেবা। কয়েকদিনের মধ্যেই ফের বিপত্তি ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। সোমবার মেট্রো প্ল্যাটফর্মে এলেও খোলে না তার দরজা। এর আগে মেট্রো নিয়ে সাধারন যাএীদের মধ্যে যথেষ্ট অভিযোগ রয়েছে। মেট্রোতে সমস্যা যেন নিত্যদিন লেগেই থাকে। এসি থেকে জল পড়া, সঠিক সময় মেট্রোর দরজা বন্ধ না হওয়া সাথে একাধিক বিষয় সমস্যা নিয়ে জেরবার নিত্যযাএীরা। সূএের খবর, যাত্রীদের অভিযোগ, সোমবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ সেক্টর ফাইভ স্টেশনের প্ল্যাটফর্মে মেট্রোর জন্য অপেক্ষা করছিলেন জনা-কয়েক যাত্রী। এরপর ট্রেন এলেও খোলেনি দরজা বা স্ক্রিন ডোর। শেষ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মী এসে চাবি দিয়ে দরজা খোলেন। তাতে ট্রেন ছাড়তে দেরিও হয় বলেও জানা গিয়েছে। এরপর ট্রেনের কামরার দরজা খুললে যাত্রীরা উঠে যান।