গত সপ্তাহে বৃষ্টি কমার পর থেকেই ফের ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ রোদের তাপে ছাতা ছাড়া বাইরে বেরনোও দায়৷
এই পরিস্থিতিতে কলবকাতা সহ সংলগ্ন দুই জেলার জন্য কিছুটা ভাল খবর দিল আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী এক থেকে দু ঘণ্টার মধ্যেই কলকাতায় শুরু হতে পারে বৃষ্টি৷ শুধু কলকাতা নয়, শহর লাগোয়া দুই জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণাতেও এক থেকে দুই ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷
আবহাওয়ার তুমুল ভোলবদলে বিধ্বস্ত দেশের একাধিক রাজ্য। বর্ষা বিদায়ের মুখেই নিম্নচাপ ঘূর্ণাবর্তের ধাক্কায় এলোমেলো সিস্টেম। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী ৩ দিনের জন্য দেশের রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। খুব স্বস্তির খবর নেই বাংলার কপালেও। বর্ষা এখন উত্তর ভারতে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এবার ফিরতে দেরিই হচ্ছে বর্ষারানীর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ থেকে সরে গিয়েছে ইতিমধ্যেই। দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি কমেছে, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমী ঝঞ্ঝা আবার সক্রিয় হয়ে উঠছে।
More Stories
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি
ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে