ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। শুটিংয়ের চাপ, কাজের ব্যস্ততা সবকিছু সামলে একটু সময় পেলেই এই তারকা দম্পতি চলে যান নতুন নতুন জায়গায় বেড়াতে। সেখানকার হিডেন জেম এক্সপ্লোর করতেও ভোলেন না তাঁরা। কখনও দু’জনে কখনও আবার চারজনে একসঙ্গে সময় পেলেই তাঁদের ভ্যাকেশন মুড অন। এককথায় বলা যায় তাঁদের পায়ের তলায় সরষে।
সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি ‘গৃহপ্রবেশ’। আগামী আগস্টে মুক্তি পাবে তাঁর আরও এক বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। কাজের যে প্রবল চাপ রয়েছে তা বলাই বাহুল্য। তবে এত কাজের মধ্যেও নিজেকে ভালো রাখার একমাত্র উপায় বেড়াতে যাওয়া। সেই বিশ্বাসে ভর করেই হয়তো ফের ছুটির মেজাজে তারকা দম্পতি। কিন্তু কোথায় ছুটি কাটাচ্ছেন তাঁরা এই মুহূর্তে? এবারে তাঁদের বেড়াতে যাওয়ার ডেস্টিনেশন ঠিক কোথায় তা জানাননি দু’জনের কেউই। তবে নিজের ইনস্টাগ্রামে শুভশ্রী একটি ভিডিও পোস্ট করেছেন।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়