Seismograph with paper in action and earthquake - 3D Rendering
বৃহস্পতিবার ভোর রাতে জম্মু ও কাশ্মীরে অনুভূত হলো ভূমিকম্প | রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬ | ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি অনুসারে এদিন ভোর তিনটে ৪৯ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে |
সূত্রের খবর, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাতে দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশের নয়ডায় ১.৫ মাত্রায় ভূমিকম্প হয়েছে | নয়ডা সেক্টরের ১২৮ এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি ঘটে । প্রসঙ্গত ভূপৃষ্ঠে ১.৫ মাত্রার কম্পন খুবই কম | তাই সেভাবে মানুষ এই কম্পন টের পায়নি । তবে এর আগে অর্থাৎ বুধবার উত্তরাখণ্ডের পাউরী অঞ্চলে সন্ধ্যা ছয়টা নাগাদ ভূমিকম্প হয় | রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৯ |

                                        
                                        
                                        
                                        
More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব