Seismograph with paper in action and earthquake - 3D Rendering
হঠাৎই সন্ধ্যেবেলা ফের ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয় | ঘড়িতে তখন প্রায় আটটা | রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২ | এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কোন খবর নেই |
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর শুরুর দিকে পরপর দুবার ভূমিকম্প হয় উত্তর-পূর্ব ভারতে | প্রথমে মনিপুর তারপর মেঘালয় । তবে সেবারও ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে জানা গিয়েছে । এদিন ভূমিকম্প অনুভূত হয় মেঘালয় পশ্চিম খাসি পাহাড় লাগোয়া এলাকায় | এর আগে গত বছরের দুবার ভূমিকম্প হয়েছিল মেঘালয় | এবার মেঘালয় টুরা অঞ্চলে ৩৭ কিলোমিটার উত্তর পূর্বে ঘটা ভূমিকম্পের এপিসেন্টার ছিল মাটির ৫ কিলোমিটার গভীরে |

                                        
                                        
                                        
                                        
More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব