
Seismograph with paper in action and earthquake - 3D Rendering
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারত বাংলাদেশ ভুটানের মাটি | মেঘালয়ের পুরা অঞ্চলে এই ভূমিকম্পটি হয়েছে | রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭ |
প্রসঙ্গত, ২০২৩ সালে শুরু থেকে লেগেই আছে পরপর ভূমিকম্প | নতুন বছরের শুরুতে সিকিমের মাঙ্গান অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছিল | ১২ই ফেব্রুয়ারি সিকিমে এরপর ১৬ই ফেব্রুয়ারি বাংলাদেশের সিলেটে ভূমিকম্প হয় | এরপরে ২২ শে ফেব্রুয়ারি নেপালে | মার্চের ৭ তারিখে ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ | এরপর মার্চের ২১ তারিখে আফগানিস্তানে বড় ধরনের ভূমিকম্প হয় | রিখটার স্কেলে যার মাত্রা ছিল 6.8 |
More Stories
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে
ভ্যানতারা রক্ষণাবেক্ষণে তৎপর রিলায়েন্স