শনিবার থেকেই উত্তপ্ত দিল্লি। মঙ্গলবার এক বৈদ্যুতিন মাধ্যমের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। আহত প্রায় দেড়শোর উপর। যার মধ্যে ৫৬ জন পুলিশকর্মী। দিল্লির সংঘর্ষে প্রভাব পড়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের। তিনি বলেন, “যারা পুলিশকে পাথর মারছে, গুলি করছে তাদের কি ডেকে চা খাওয়ানো উচিত ছিল? তাঁদের সঙ্গে আরও কড়া আচরণ করা উচিত।’পাশাপাশি জামিয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জামিয়ায় পুলিশ ঢুকে দশজনকে গ্রেপ্তার করেছিল, তারা কেউ ছাত্র ছিল না। অথচ গোটা দেশে তুলকালাম হয়ে গেল। আর আজকে যখন তারাই আগুন জ্বালাচ্ছেন, তখন বিরোধী নেতারা দাঁড়িয়ে সেলফি তুলছেন! কাঠগড়ায় তোলা হচ্ছে প্রশাসনকে।” বিজেপি সাংসদের এই মন্তব্যেই শুরু বিতর্ক।