কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা বৃষ্টির সম্ভবনা বলেই জানা গিয়েছে। শনিবার রাতে হালকা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। তবে কলকাতার পাশাপাশি দক্ষিনবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারনেই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করায় বৃষ্টির সম্ভবনা রাজ্যজুরে। রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। সেভাবে রোদের দেখা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আকাশ থাকবে। তবে সোমবার দোলের দিন বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।