মকরসংক্রান্তি কাটার পর থেকেই ফের বাড়তে শুরু করেছে তাপমাএা। সোমবারের সর্বনিম্ন তাপমাএা প্রায় ১৭ ডিগ্রীর কাছাকাছি। তবে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভবনা নেই। ডিসেম্বর মাসের শেষের দিকে শীত বেশ জাঁকিয়ে পরলেও তা খুব বেশিদিন দীর্ঘস্থায়ী ছিল না। তবে ভোর এবং গভীর রাতে সামান্য ঠান্ডা বাড়লেও দিনের বেলা ঠাণ্ডা সেভাবে অনুভব করা যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-তিনদিনে নামতে পারে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা। প্রায় ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে পারদ। চলতি মাসের শেষেই সরস্বতী পুজো। সেই সময় শীতের রেশ কতটুকু থাকবে, উঠছে সেই প্রশ্ন। হঠাৎ শীতের বিদায়ের কারনে আবহবিদদের দাবি, আসলে সূর্যের উত্তরায়ণের কারণেই এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েই চলেছে।