মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, কোটা শিবপুরি ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া কাঁথি পর্যন্ত বিস্তৃত। এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত একই অক্ষরেখা রয়েছে যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে কুমারগ্রামে ১১০ মিলিমিটার। বারোবিষায় ৯০ মিলিমিটার। উত্তরবঙ্গে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী, প্রবল বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ফের দুর্যোগের আশঙ্কা সপ্তাহের মাঝে। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা। আজ থেকেই অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা। আরও এক দফায় দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরের জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। আজকেও ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহারে। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে তার সঙ্গে বজ্রপাত ও দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা থাকবে।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত