করা বিধিনিষেধও টিকাকরণের জোর অব্যাহত দেশজুড়ে | কিন্তু সব বাধা কে পিছনে ফেলে মারণ করোনা ভাইরাস লাগাম ছাড়া ভাবে এগিয়ে চলেছে | আগামী 24 ঘণ্টায় সংক্রমণের হার বাড়ল 6.7 শতাংশ |
শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 64 হাজার 202 জন | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 315 জন | এখনো পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা 4 লক্ষ 85 হাজার 350 জন | এখনো পর্যন্ত দেশে করোনা মুক্ত হয়েছেন 3 কোটি 48 লক্ষ 24 হাজার 706 জন|

More Stories
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে রিলায়েন্সের নয়া চুক্তি