ফের ফিক্সড ডিপোডিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের রিজার্ভ ব্যাংকের ঋণনীতি ঘোষণার পরের দিনই এসবিআইয়ের তরফে শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হল। সূত্রের খবর, মেয়াদ অনুযায়ী রিটেল টার্ম ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হচ্ছে ১০ থেকে ৫০ বেসিস পয়েন্টস। তার ফলে, এক বছর থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে বিভিন্ন মেয়াদের জমায় সুদ কমে হবে ৬.১০ শতাংশ। এদিকে, প্রবীণ নাগরিকেরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। বিভিন্ন মেয়াদের বাল্ক টার্ম ডিপোজিটেও সুদের হার কমানো হচ্ছে ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্টস। ফিক্সড ডিপোজিট ও গৃহঋণে নতুন সুদের হার চালু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। তবে আগামী ৭ থেকে ৪৫ দিনের মধ্যে যে ফিক্সড ডিপোজিটগুলির মেয়াদ শেষ হচ্ছে, সেগুলির ক্ষেত্রে সুদের হারের এই পরিবর্তন কার্যকর হচ্ছে না। এই নিয়ে চলতি অর্থবর্ষে নবমবার সুদের হার কমাল স্টেট ব্যাংক।