পায়ের চোট সারিয়ে ফের নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | নবান্নে এসেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন তিনি | মুখ্যমন্ত্রী জানান, “100 দিনের টাকা না ছাড়লে ১৬ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মিটিং করব | আন্দোলন কিন্তু চূড়ান্ত জায়গায় যাবে | ১৬ তারিখ কর্মসূচি ঘোষণা করবো” |
প্রসঙ্গত, পূজোর আগে বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লিতে গিয়ে হেনস্তায় পড়েছিলেন তৃণমূল সংসদ বিধায়করা । কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষি ভবনে বসেছিলেন তারা । নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবার পুজোর শেষ হতেই সেই বকেয়া আদায় ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়লেন মুখ্যমন্ত্রী |
নবান্ন থেকে তিনি বলেন, “বড় মিনিস্টার ছিল না | ছোট মিনিস্টার সময় দিয়েও, তিনি অফিসে থেকেও সাত জন বঞ্চিত গিয়েছিল তাদের কারোর সঙ্গে দেখা করেনি | আমাদেরও একটা সরকার চলছে। তিনবার আর আগামী দিন চলবে। কারো ক্ষমতা নেই এখানে হাত দেওয়া যতই চেষ্টা করে দেখুন | ভোট দেয় না ভোট দেয় মানুষ” |
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি