July 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ফের দেশ জুড়ে করোনা আতঙ্ক

ফের দেশে চোখ রাঙ্গাচ্ছে করোনা | গত কয়েক মাস আগে করোনার পরিসংখ্যান একেবারে কমে গেলেও, ফের শোনা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা | যা নিয়ে উদ্বিগ্ন দেশবাসী | গোটা দেশের পাশাপাশি প্রতিটা রাজ্যেই কমবেশি আক্রান্তের খবর মিলছে।

তবে নতুন করে করোনার বাড়ন্ত রুখতে নাজেহাল স্বাস্থ্য মন্ত্রক | ভ্যাকসিনে অনুমোদন দিতে পারে ভারত | জানানো হয়েছে, মিশ্র বুস্টার ডোজ হিসেবে ভারত বায়োটিকের তৈরি ন্যাজাল স্প্রে প্রয়োগ করা যাবে | শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের সূত্র থেকে পাওয়া খবর, অনুযায়ী ন্যাজাল স্প্রে কে বুস্টার ডোজ হিসেবে অনুমোদন দেওয়া হলো |