দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ফের কপালে হাত আমজনতার। আবারও দাম বাড়ল ভরতুকিবিহীন রান্নার গ্যাসের। এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ল ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম। বেড়ে কলকাতায় ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৯৬ টাকা। বুধবার থেকে কার্যকর হবে নতুন দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।