April 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ফের তৃণমূল কার্যালয় ভাঙচুড়ের অভিযোগ!!অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে

ভোটের ফলাফল সামনে আসতেই একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। শনিবার ফের তৃণমূলের কার্যালয়ে ভাঙার অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঘাটালে। অভিযোগ, এদিন একই সঙ্গে খড়ার ,গোপিনাথপুর ও সিংহপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে অতর্কিত আক্রমণ চালায় বিজেপি কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ ভোটের ফলাফল সামনে আসতেই একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। শনিবার ফের তৃণমূলের কার্যালয়ে ভাঙার অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঘাটালে। অভিযোগ, এদিন একই সঙ্গে খড়ার ,গোপিনাথপুর ও সিংহপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে অতর্কিত আক্রমণ চালায় বিজেপি কর্মীরা।


তৃণমূলের কর্মীসমর্থকরা জানিয়েছেন দলীয় কার্যালয় ভাঙচুরের পর পঞ্চায়েত সদস্যসহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। ঘটনার খবর পেয়ে ঘাটাল থানার বিশাল পুলিসবাহিনী অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে। পুলিসসূত্রে খবর ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। নিরাপত্তার কারণে এলাকায় চলছে পুলিসি টহল।