
গোপনসুত্রে খবর পেয়ে প্রায় ৩০টি তাজা সুলতি বোমা উদ্ধার করল বীরভূমের পাইকর থানার পুলিশ। আজ রবিবার দুপুরে পাইকর থানার কুতুবপুর গ্রামের বারজাহান সেখ( ভুত্তু) বাড়ির চিলেকোঠা থেকে ৩টি প্লাস্টিক বালতি থেকে প্রায় ৩০টি তাজা বোমা উদ্ধার করে বারজাহান সেখকে গ্রেফতার করল পাইকর থানার পুলিশ। ঠিক কি উদ্দেশ্যে এতগুলি বোমা মজুত করা হয়েছিল তদন্তে পাইকর থানার পুলিশ।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা