রবিবার সকাল থেকে পারদ নামল আরও ২ ডিগ্রী। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাএা ১৫.৬ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জানা গিয়েছে আগামী কয়েকদিন শীতের আমেজ থাকবে। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে শহরতলিতে। আবহাওয়া দপ্তর সূএে খবর, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে রয়েছে তুষারপাতের সম্ভবনা। মঙ্গলবার ফের প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা, তার জেরে ঠাণ্ডা ফের কিছুটা বাড়ার সম্ভবনা রয়েছে রাজ্য জুড়ে। পাশাপাশি জানা যাচ্ছে, শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, ওড়িশা-সহ বিভিন্ন জায়গায়।