ফের কলকাতার বুকে বাস দুর্ঘটনা | রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে যাত্রীবোঝাই বাস | বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের উপর | বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন | তবে আঘাত গুরুতর নয় |
জানা গিয়েছে এদিন আন্দুল-নিউটাউন রুটের বাস পার্কসার্কাসের 4 নম্বর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল | সেই সময় পাস থেকে অপর একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল | এরপর একে অন্যকে ওভারটেক করতে গিয়ে গতি হারিয়ে ধাক্কা মারে রেলিং এ | এরপর বাসের যাত্রীরা ভেতর থেকে ছিটকে পড়েন | তবে অল্পের জন্য প্রাণে রক্ষা হয় সকলেরই | দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশরা | জানা গিয়েছে হতাহত তেমন গুরুতর নয় |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির