
এবার একইসঙ্গে একই ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেব কে | মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হলো সেই ছবির শুটিং | ছবিতে বাবা ও ছেলের চরিত্র অভিনয় করছে মিঠুন চক্রবর্তী ও দেব |
মিঠুন চক্রবর্তী ও দেবের পাশাপাশি শুটিংয়ে হাজির ছিলেন খরাজ মুখোপাধ্যায় | ছবিতে রয়েছে মিষ্টি এক হিরোইন |
মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, এটি একটি সুন্দর মিষ্টি গল্প | এতে রোমাঞ্চ ও দুঃখ আছে | বাবা ছেলের সম্পর্ক অসাধারণ | তার সঙ্গে মধুর লাইন আপ রোমান্স রয়েছে |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’