
রাজ্যজুড়ে বৃষ্টির পর থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করে | বৃষ্টির ভ্রুকুটি কাটতেই ফের শীতের আমেজ রাজ্যজুড়ে | মাঘের শেষ শীতের অনুভূতি থাকায় খুশি রাজ্যবাসী | আজ সকাল থেকেই আকাশ মেঘলা রোদের দেখা নেই | শীতের আমেজও বেশ কম | চলতি বছরে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্জা | তাই একটা খুব বেশিদিন স্থায়ী হতে পারি নি |
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 97 শতাংশ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়