December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ফের অযোধ্যা মামালার জট

গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা করার পর, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির বানানোর জন্য ট্রাস্ট গঠন করেছে মোদি সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সরকারের দেওয়া পাঁচ একর জমি গ্রহণ করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে সুন্নি ওয়াকফ বোর্ড। সবমিলিয়ে অযোধ্যা মামলা নিয়ে যাবতীয় বিবাদ যখন মিটছে বলে মনে করা হল, ঠিক তখনই শীর্ষ আদালতের দ্বারস্থ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)। শীর্ষ আদালতের এই রায়কেই এবার চ্যালেঞ্জ জানিয়ে মামলা করল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। শুক্রবারই রায় সংশোধনের আরজি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা। পিএফআইয়ের আবেদন, খোলা আদালতে বিষয়টি আরও একবার আলোচনা করা উচিত। সেই সঙ্গে তাদের দাবি, এই রায়ে আপাতত স্থগিতাদেশ জারি করুক শীর্ষ আদালত। এদিকে দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে সংসদে দাঁড়িয়ে রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট তৈরির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের শাস্তিরক্ষা দল বা পিস পার্টি অযোধ্যা ইস্যুতে সুপ্রিম রায়ের বিরুদ্ধে মামলা করেছিল। দ্বিতীয় সংগঠন হিসেবে একই পথে হাঁটল পিএফআই। তবে সুপ্রিম নির্দেশে সমস্ত প্রক্রিয়া এতদূর এগিয়ে যাওয়ার পর নতুন করে এই মামলা কতখানি ফলপ্রসু হয়, সে নিয়ে চিন্তায় সংশ্লিষ্ট মহল।