
অবশেষে জোট কাটিয়ে ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে কলকাতায় অরিজিৎ সিং এর কনসার্ট | জানা যাচ্ছে কনসার্টের জন্য এখন থেকেই টিকিট বুকিং করতে পারবে অনুরাগীরা | প্রায় 17 একর জায়গায় কলকাতার সব থেকে বড় থিম ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকা | সেখানে অরিজিৎ সিং এর কনসার্ট হবে বলে জানা যাচ্ছে । সঙ্গে থাকতে পার্কিং এর ব্যবস্থা |
কিছুদিন আগে ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্ট বাতিল হয়ে যাওয়ায় শুরু হয়েছিল রাজনৈতিক জটিলতা | সেই জটিলতা কাটিয়ে ফের হতে চলেছে অরিজিৎ সিং এর কনসার্ট | আগামী ১৮ই ফেব্রুয়ারি সেই অনুষ্ঠান হবে | সর্বনিম্ন টিকিট মূল্য সাড়ে তিন হাজার টাকা |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’