
ফেব্রুয়ারির শেষদিনের বদলে শুরুর দিন বাজেট পেশ করার রীতি শুরু করেন জেটলি | এবার সেই পথে হাঁটলেন মোদি সরকার | শেষ বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, একটা সময় পর্যন্ত বাজেট পেশ করা হত ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিন। ২০১৭ সালে মোদি সরকারই এই রীতি বদলায়। সে সময় অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি। ১ ফেব্রুয়ারি বাজেট পেশের স্বপক্ষে অরুণ জেটলি যুক্তি দেন, ফেব্রুয়ারির শেষ দিন বাজেট পেশ হলে নতুন অর্থবর্ষের জন্য নতুন আর্থিক নীতি প্রণয়নে সমস্যায় পড়তে হয় সরকারকে। কারণ সরকারের হাতে সময় কম থাকে। অন্যদিকে, আসলে ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বিকাল ৫ টায় বাজেট পেশের রীতি চলে আসছিল সেই ব্রিটিশ আমল থেকে। মোদি সরকার সেই ঔপনিবেশিক রীতি বদলাতেই বাজেটের দিন ও সময় বদলায়।
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে