ফিরে যাওয়ার আগে আরও একবার বেশ জাঁকিয়ে ঠাণ্ডা পড়ল রাজ্যে। গত পাঁচ বছরে ফেব্রুয়ারি মাসে এমন শীতের সাক্ষী থাকেনি কলকাতা। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এবছর রাজ্যে শীত ঢুকতে দেরি করায় এখনও পর্যন্ত বেশ জাঁকিয়ে ঠাণ্ডা রয়েছে দুই বঙ্গে। তার ওপর বৃষ্টির জেরে পারদ বেশ কিছুটা নেমে গিয়েছে। তবে বুধবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শীত দেরিতে এলেও হিমাচল প্রদেশ ঢেকে গিয়েছিল বরফে। পাশাপাশি ভারী তুষারপাত হয় সিমলা, কুলু, মানালিতে। অন্যদিকে মঙ্গলবার থেকে ফের শহরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই আবারও বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।